দেবীলাল মাহাত, আড়শা:
“স্বাস্থ্যই সম্পদ’ এই বার্তা নিয়ে সম্প্রতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আড়শায়। উদ্যোক্তা আড়শা ভোর কমিটির সদস্যবৃন্দ।রবিবার আহাড়রা মোড় থেকে আড়শা স্টেডিয়াম পযর্ন্ত প্রায় ছয় কিমি রাস্তায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোর কমিটির পক্ষ থেকে আকলু কুমার,খগেন্দ্রনাথ মাঝি জানান, “২০২২ সালে ভোর কমিটি প্রতিষ্ঠা হয়। কমিটির মূল উদ্দেশ্য সকলের সুস্বাস্থ্য। আর সুস্বাস্থ্যের জন্য চাই নিয়মিত প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা। সেই লক্ষ্যেই এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সফল প্রতিযোগীদের হাতে প্রাইজ ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।” এদিন ভোর কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়। হয়েছিল শরীর চর্চা বিষয়ক আলোচনা।
Post Comment