insta logo
Loading ...
×

লাল পলাশের জঙ্গলে উঁকি মারছে হলুদ সুন্দরী !

লাল পলাশের জঙ্গলে উঁকি মারছে হলুদ সুন্দরী !

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:

দুর্গোৎসবের আগমনী বার্তায় যেমন কাশফুল তেমনি দোলের আগমনী বার্তায় পুরুলিয়ার পলাশ। পুরুলিয়ার চারপাশ ছেয়ে গিয়েছে লাল পলাশে। হলুদ এবং শ্বেত পলাশের দর্শন পাওয়া বিরল ঘটনা। কিন্তু পুরুলিয়াতে এমন দৃশ্যও দেখা যাচ্ছে। লালের মধ্যে শ্বেত এবং হলুদ সুন্দরীরা।

বলরামপুর এলাকায় আবারও দেখা মিলেছে বিরল প্রজাতির হলুদ পলাশের। আগেও বলরামপুর এলাকায় লালচে লত পলাশের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার ওই বলরামপুরের প্রত্যন্ত একটি গ্রামের জঙ্গলে দেখা মিলেছে হলুদ পলাশের। একটি নয় সেখানে এক কিলোমিটারের ব্যাসার্ধে দুটি গাছ রয়েছে। তবে বিরল এই গাছ সংরক্ষণের স্বার্থে বনদপ্তরের পক্ষ থেকে সঠিক গ্রামের নাম প্রকাশ করা হচ্ছে না।
তবে ওই গ্রাম দিয়ে পথ চলতি মানুষদের দূর থেকে আকর্ষণ করছে লালচে পলাশের জঙ্গলে হলুদ সুন্দরী। মনে হচ্ছে ওই দেখো লাল পলাশের জঙ্গলে উঁকি মারছে হলুদ সুন্দরী।

পুরুলিয়া ডিভিশনের ডিএফও অঞ্জন গুহ পর্যটকদের অনুরোধ করেছেন, তাঁরা পলাশের সৌন্দর্য উপভোগ করুন। কিন্তু গাছের যেন কোনভাবে ক্ষতি না করা হয়। তিনি বলেন, এখন টবেও পলাশ ফোটানো যাচ্ছে। তবে তা বৈজ্ঞানিক পদ্ধতি মেনে বীজ সংগ্রহ করে করা যায়। গাছের ডাল ভেঙে বা ছাল কেটে কোনভাবেই পলাশ গাছ তৈরি করা যাবে না। পলাশ পর্যটনে নিরাপত্তার দিকেই জোর দিচ্ছেন ডিএফও।

Post Comment