insta logo
Loading ...

পুলিশ সুপারের কানে শাল ফুল!

পুলিশ সুপারের কানে শাল ফুল!

বিশ্বজিৎ সিং সর্দার, অযোধ্যা পাহাড় :

মিষ্টির হাঁড়ি ও উপহার নিয়ে হাজির পুলিশ সুপার। জমজমাট অযোধ্যা পাহাড়ে আদিবাসীদের সাহরুল পরব। সহরই বাঁদনা পরবের মত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কাছে ঐতিহ্যবাহী উৎসব সাহরুল বা বাহাবঙ্গা। শুরু হয় ফাল্গুন মাসের শুরুতে চলে দোল পূর্ণিমা পর্যন্ত।

শুক্রবার অযোধ্যা পাহাড়ে রাঙা গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের সাহরুল পরবের সুচনা হলো। প্রকৃতির কোলে শাল গাছের নিচে জাহের থানে পূজার্চনা চলে। চলে ঢোল ধমসার তালে সাঁওতালি নৃত্য। এদিন অনুষ্ঠানে যোগ দেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি মিষ্টির হাঁড়ি ও উপহার নিয়ে উপস্থিত হন এই অনুষ্ঠানে। তাঁর কানে শাল ফুল গুঁজে রীতি মেনে বরণ করে নেন আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনেরা।

সাহরুল পূজার নাইকে বাবা সীতারাম মুর্মু বলেন, “পূর্বপুরুষদের সময়কাল থেকে এই বিশেষ গুরুত্বপূর্ণ পরব চলে আসছে‌। রাঙা গ্ৰামের সকলে মিলে পরবে শামিল হন।” রাঙ্গা গ্রামের বাসীন্দা তথা সাঁওতালি নৃত্য শিল্পী আল্পনা মুর্মু, রাঙা গ্রামের বাসিন্দা বিপিন কুমার মুর্মু প্রমুখ বলেন, “প্রকৃতির উপাসনা করা হয় এই পরবের মধ্যে দিয়ে। জেলা পুলিশ সুপারকে এদিন কাছে পেয়ে আপ্লুত তারা।”

আদিবাসীরা প্রকৃতির পুজারী। সাহারুল পরব প্রকৃতি পুজোর অন্যতম অংশ। সারাটা বছর ধরে এই সময়ের অপেক্ষায় থাকেন আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন। ‌ আর এ-বছর তাদের কাছে বাড়তি পাওনা জেলা পুলিশ সুপারের অংশগ্রহণ। ‌

জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি।”

Post Comment