নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:
খেলা চলাকালীন এক নাবালিকাকে যৌন নির্যাতন করল মাঝ বয়সী এক ব্যক্তি৷ এমনই অভিযোগ উঠল পুরুলিয়ার সাঁতুড়ি থানায়। বৃহস্পতিবার নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছেন গত শনিবার দুপুরে সাঁতুড়ি থানা এলাকার একটি গ্রামে বাড়ির অদূরে খেলছিল বারো বছরের ওই নাবালিকা। সেখানে প্রতিবেশী ওই যুবক অসৎ উদ্দেশ্যে তার শরীরে হাত দেয়। বুধবার ওই নাবালিকা তার মাকে গোটা ঘটনার কথা জানায়। আর তারপর পুলিশের দ্বারস্থ হন তার মা। অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। পলাতক অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে তারা।
Post Comment