নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
এক কিশোরী নিখোঁজ। চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার মানবাজার থানা এলাকায়। বুধবার মানবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এলাকার এক মহিলা পুলিশকে জানিয়েছেন তার ষোলো বছরের কিশোরী কন্যা নবম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় সে। পরিবার অনুমান করছে, কেউ ওই নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে কোথাও আটকে রেখেছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের পরিপ্রেক্ষিতে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির বিরুদ্ধে একটি অপহরণের মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment