দেবীলাল মাহাত, আড়শা:
জেলা পুলিশের এক নির্দেশ নামায় রুটিন মাফিক বদলি হয়েছেন আড়শা থানার এস আই সুপ্রতীক মন্ডল। তিনি ওসি পদে বদলি হয়েছেন সাঁতুড়ি থানাতে। রবিবার তাকে বিদায় সংবর্ধনা জানালেন আড়শা থানার দায়িত্বে থাকা আইপিএস সিদ্ধার্থ সিং ডাঙ্গি সহ আড়শা থানার পুলিশ আধিকারিকরা। প্রায় ২০ মাস আড়শা থানার ওসির দায়িত্বে ছিলেন এস আই সুপ্রতিক মন্ডল। আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সহকারে পালন করেছিলেন। মন জয় করেছিলেন আড়শা থানা এলাকার মানুষের। তাঁর স্থলে হুড়া থানার ওসি , এস আই বিশ্বজিৎ সরকার বদলি হয়ে আসছেন আড়শা থানায়।











Post Comment