insta logo
Loading ...
×

সুনন্দা কাপে ৮ দল

সুনন্দা কাপে ৮ দল

অমরেশ দত্ত, কেন্দা:

৮ টি দলের অংশগ্রহণে মানবাজার ১নং ব্লকের কামতা জাঙ্গিদিরি অঞ্চলের তুড়াং মাঠে বুধবার শুরু হয়ে গেল সুনন্দা কাপ ২০২৫। এদিন ফিতে কেটে টুর্নামেন্টের শুভ সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী ভক্ত রঞ্জন পান্ডে। পাঁচ দিন ধরে চলবে ক্রিকেট প্রতিযোগিতা। এদিন প্রথম খেলায় মুখোমুখি হয় স্মার্ট ফ্যান্টাসি একাদশ ও এসবি কালেকশন একাদশ। প্রথমে ব্যাট করে ৭৮ রান করে স্মার্ট ফ্যান্টাসি একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছায় এসবি কালেকশন একাদশ। এদিনের খেলাতে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত মাহাতো, অবিনাশ মাহাতো, অবনীভূষণ মেহতা, কৃষ্ণ দাস কুইরী সহ সুনন্দা কাপ ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ ও এলাকার ক্রিকেট প্রেমীগণ।

Post Comment