দেবীলাল মাহাত, আড়শা:
স্বর্গীয় রঞ্জিত মাঝি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের (সিরকাবাদ প্রিমিয়ার লিগ) শুভ উদ্বোধন হল আড়শা ব্লকের সিরকাবাদ মাঠে। এদিন স্বর্গীয় রঞ্জিত মাঝির স্মৃতির উদ্দেশ্যে তাঁর ছবিতে মাল্যদান করা হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আড়শার বিডিও মইন আহম্মদ। টুর্নামেন্টে এলাকার মোট ১০টি দল অংশগ্রহণ করে। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন আড়ষা থানার আইপিএস সিদ্ধার্থ সিং ডাঙ্গি, আড়ষা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, এলাকার বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল কুমার, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাত, আড়ষা ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ মেট্যা, স্বর্গীয় রঞ্জিত মাঝির স্ত্রী হিরণ্ময়ী মাঝি, পুত্রবধূ রিতু মন্ডল, মেয়ে সুদ্বীতা সাহানা, ছেলে শুভদীপ মাঝি সহ এলাকার বিশিষ্টজনেরা৷ এদিন উপস্থিত অতিথিদের গাছের চারা দিয়ে বরণ করা হয়। খেলা চলবে পাঁচ দিন ধরে। আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Post Comment