insta logo
Loading ...
×

প্রেমের টানে শিশু কিডন্যাপ! শ্রীঘরে প্রেমী

প্রেমের টানে শিশু কিডন্যাপ! শ্রীঘরে প্রেমী

অমরেশ দত্ত, কেন্দা:

বছর তিনের ছোট্ট শিশুকে বাড়িতে বিছানায় ঘুম পাড়িয়ে স্নান করছিল মা। কিছুক্ষণ পর এসে দেখে বিছানায় নেই তাঁর শিশুপুত্র। ঘটনাটি ঘটে সোমবার পুঞ্চা ব্লকের কেন্দা থানার একটি গ্রামে। আসে অপহরণকারীর ফোন। মুক্তিপণ চেয়ে। না, টাকা পয়সা নয়, মুক্তিপণ হলো অপহরণকারীর সঙ্গে দেখা করতে হবে অপহৃত শিশুটির মাকে। অপহরণকারী হলো শিশুটির মায়ের প্রাক্তন প্রেমিক।

পুনুড়া গ্রামের অপহৃত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই ভিন রাজ্য থেকে অপহৃত সেই তিন বছরের শিশুকে উদ্ধার করল পুলিশ। ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকিয়ারি থানার বদমা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে দু-জনকে। ধৃতদের নাম হরেন গঁরাই ও সৃষ্টিধর গঁরাই।

সোমবার দুপুরে বাড়িতে তিন বছরের শিশুকে ঘুম পাড়িয়ে স্নান করতে গিয়েছিল তার মা। কিন্তু স্নান করে এসে ওই মহিলা দেখে তার ছেলে বাড়িতে নেই। পুলিশ জানতে পেরেছে সোমবার দুপুরে মোটরবাইকে এসে দুই অভিযুক্ত ওই শিশুকে তুলে নিয়ে যায়।

গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে শিশুটির মায়ের কাছে তার প্রাক্তন প্রেমিক হরেন গঁরাই ফোন করে জানায় শিশুকে সে তুলে নিয়ে গিয়েছে। তার সঙ্গে দেখা করতে হবে। তবেই ছেলেকে ফেরত দেওয়া হবে। ঘাবড়ে গিয়ে ওই মহিলা গোটা বিষয়টি তার স্বামীকে জানাতে বাধ্য হয়। তৎক্ষনাৎ মহিলার স্বামী কেন্দা থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশকে জানান, ২০১৯ সালে তার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের আগে তার স্ত্রীর সঙ্গে হরেনের সম্পর্ক ছিলো। বিয়ের পরেও ছিলো তাদের যোগাযোগ। স্বামীর আরও অভিযোগ, ২০২৩ সালে ওই মহিলা নাকি তিন মাস তার প্রাক্তন প্রেমিকের কাছে ছিলো।বাপের বাড়ির লোকজন তাকে পুনরায় শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়। তবে ইদানিং প্রাক্তন প্রেমিকের সঙ্গে কোনো যোগাযোগ ছিলো না ওই মহিলার। আর এতেই ক্ষিপ্ত হয়ে প্রাক্তন প্রেমিকাকে কাছে আনতে তার সন্তান অপহরণের মতো বেপরোয়া কাণ্ড করে বসে সে।

অভিযোগ পেয়ে মানবাজার এসডিপিও বরুন বৈদ্য, মানবাজার সিআই সিদ্ধার্থ বোস, কেন্দা থানার ওসি শুভজিৎ নন্দীর তৎপরতায় সোমবার রাত্রি ১২-টা নাগাদ ঝাড়খন্ড থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ২জনকে।

মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে উদ্ধার হওয়া তিন বছরের নাবালিকাকে শিশু সুরক্ষা কমিটির মাধ্যমে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে।

Post Comment