বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
বিজ্ঞান চেতনার অনির্বাণ দীপ জ্বালিয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের দশম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। রবিবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে নগরের নাম দেওয়া হয় বিজ্ঞান মঞ্চের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব শিক্ষক প্রতীপ দাশগুপ্ত এবং মঞ্চের নাম দেওয়া হয় শিক্ষক পৃথ্বীজিৎ নন্দর নামে। এদিন বিজ্ঞান মঞ্চের বিভিন্ন জায়গার প্রতিনিধিদের নিয়ে বিগত দিনের কাজের মূল্যায়ন করা হয়। আগামী দিনে সমাজকে কুসংস্কার মুক্ত করার লক্ষ্যে যে সমস্ত পদক্ষেপ গৃহীত হবে সে বিষয়েও আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কল্লোল ঘোষ, বাঁকুড়া জেলা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক জয়দেব চন্দ্র, জ্ঞান বিজ্ঞান সমিতির কেন্দ্রীয় সদস্য কাশীনাথ চক্রবর্তি। এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের বিদায়ী সভাপতি রবীন্দ্রনাথ ব্যানার্জি, পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের বিদায়ী সম্পাদক নয়ন মুখার্জী সহ বিভিন্ন ব্লক থেকে আগত বিজ্ঞান মঞ্চের কর্মীরা।











Post Comment