insta logo
Loading ...
×

এশিয়া কাপে সোনা জয় পুরুলিয়ার সোনার মেয়ের

এশিয়া কাপে সোনা জয় পুরুলিয়ার সোনার মেয়ের

সুজয় দত্ত,পুরুলিয়া :

থাইল্যান্ডের ব্যাংকক দেখল মাড়ভাতের দম। শনিবার ২০২৫ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে ভারতের পক্ষ থেকে মহিলাদের রিকাভার ইভেন্টে সোনার পদক এসেছে। এনেছে পুরুলিয়ার বরাবাজারের রানসি গ্রামের বাসন্তী মাহাতো। চাইনিজ তাইপের ফং ইউ ঝু-র থেকে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ৬-৪ ব্যবধানে তাকে হারিয়ে সোনার পদক জেতে সে।

বরাবাজার থানা তীরন্দাজি শেখাবে।গ্রামেরই এক সিভিক ভলান্টিয়ার তাকে একথা বলেছিল। তীরন্দাজি শিখবে বলে মাঠে চলে এসেছিল ছোট্ট মেয়েটি। সে হাতে তুলে নিয়েছিল ধনুর্বাণ। তারপর একের পর এক ‘লক্ষ্য’ ভেদ। শেষ পর্যন্ত এশিয়া কাপে সোনা জয়।

মাড়ভাতের দম দেখাতে দিনরাত এক করে নিজেকে প্রস্তুত করছে সে। পুরুলিয়ার বরাবাজারের রানসি গ্রামের দরিদ্র চাষি পরিবারে জন্ম। পরিবারে আছেন মা লক্ষ্মীরানি, বাবা শান্তিরাম ও ভাই। বড় দিদির বিয়ে হয়ে গিয়েছে। চাষ থেকে যে আয় হয়, তা দিয়েই চলে সংসার। তবে, বৃষ্টি নির্ভর পুরুলিয়ার কৃষি, খরার বছর চরম অভাব অনটনে পড়তে হয়। তাই ছোট থেকে খেলাধুলোর প্রতি আগ্রহ থাকলেও প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নেওয়া তার কাছে ছিল বিলাসিতার সমতুল। ফলে নিজের সেই ইচ্ছাকে মনের মধ্যে দমিয়ে রেখে দিয়েছিল বাসন্তী। কিন্তু, জীবনের মোড় ঘুরিয়ে দিল ২০১৮। তেরো বছরের কিশোরী বাসন্তী তখন অষ্টম শ্রেণিতে। সেই বছরই জেলা পুলিশের উদ্যোগে বরাবাজার থানার পরিচালনায় ‘লক্ষ্য’ নামের তীরন্দাজি অ্যাকাডেমি খোলা হয়। স্থানীয় যুবকযুবতীরা বিনা খরচে পেতে থাকে তীরন্দাজি প্রশিক্ষণ। ভর্তি হয় বাসন্তীও। প্রতিদিন পাঁচ কিলোমিটার উজিয়ে প্রশিক্ষণ শিবিরে আসে সে। নিজের একাগ্রতা আর অধ্যবসায়ের বলে একের পর এক লক্ষ্যভেদ। জেলা, রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় তার ঝুলিতে আসতে থাকে পদক। তার দিকে নজরে পড়ে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার। ২০১৯ সালে সাই-এর সল্টলেক ক্যাম্পাসে প্রশিক্ষণের সুযোগ পায় বাসন্তী। আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। প্রশিক্ষণ চলাকালীন রাজ্য ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করে বহু পদক এসেছে পুরুলিয়ার মেয়েটির ঝুলিতে।


এখন সে ১৯। কলকাতারই একটি বেসরকারি কলেজ থেকে স্নাতক হয়েছে। সেইসঙ্গে চলছে প্রশিক্ষণও। গত বছর ১৮টি দেশের খেলোয়াড়দের নিয়ে দক্ষিণ কোরিয়ায় এশিয়া কাপ প্রতিযোগিতা হয়। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করে দলগতভাবে তীরন্দাজিতে ব্রোঞ্জ পদক জেতে বাসন্তী। ওই বছরই চীনে আয়োজিত এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দু’টি রুপোর পদকও জয় করে সে। এশিয়া কাপে স্বর্ণপদক গর্বিত করল সারা পুরুলিয়াকে।

শনিবার ছিল ভারতীয় তীরন্দাজির স্বপ্নের দিন। ভারতীয় আর্চাররা এদিন ২০২৫ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে মোট আটটি পদক জেতেন। পাঁচটি সোনা, দুটি রূপা এবং একটি ব্রোঞ্জ জিতেছেন তারা।

কুশল দালাল পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে সোনার পদক জিতেছেন। তিনি দক্ষিণ কোরিয়ার চোই ইয়ংহিকে ১৪৮-১৪৪ ব্যবধানে পরাজিত করেন।
ভারতের পুরুষ রিকাভার দল – গোলডি মিশ্র, রাহুল রাহুল এবং বিষ্ণু চৌধুরী চীনকে ৫-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন।
বিষ্ণু চৌধুরী পুরুষ রিকাভার ইভেন্টেও জিতেছেন স্বর্ণ পদক।

Post Comment