নিজস্ব প্রতিনিধি, বোরো :
জঙ্গলমহল পুরুলিয়ায় আবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায় হলো পুরুলিয়া জেলা পুলিশ। পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি হয়ে যাওয়ায় এক ছাত্রীকে বোরো থানার ওসি স্নেহাশীষ মন্ডল তার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীকে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে তুলে ধরলেন পুলিশের মানবিক মুখ।
পরীক্ষার্থীর নাম সারনা সরেন। মানবাজার ২ নম্বর ব্লকের শাসনগোড়া গ্রামের ছাত্রীটির মাধ্যমিক পরীক্ষার আসন পড়েছে বড়কদম হাইস্কুলে। ধরমপুর গার্লস হাইস্কুলের ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয়ে গেছে। এই বিষয়টি বোরো থানার ওসি স্নেহাশীষ মন্ডলের কানে যেতেই তিনি নিজে তাকে বড়কদম হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।
অন্যদিকে এদিন বান্দোয়ানে অন্যান্য দিনের মতো বনদপ্তরের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে রওনা হয়েছিল কুঁচিয়া
হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী মৌসুমী সহিস। বান্দোয়ান এএনঝা হাইস্কুলে তার পরীক্ষা কেন্দ্রে গিয়ে গাড়ি থেকে নামার সময় মাথা ঘুরে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় বান্দোয়ান থানার পুলিশ। পরীক্ষা পরিচালন সমিতির কর্তারাও সেখানে পৌঁছান। তারপর ওই হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষা শুরুর এক ঘন্টা পরে বান্দোয়ান এএনঝা হাইস্কুলেই অসুস্থ হয়ে পড়েন বান্দোয়ান গার্লস স্কুলের ছাত্রী অঞ্জনা সিং। সঙ্গে সঙ্গে তাকেও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে সেখানেই পরীক্ষার ব্যবস্থা করানো হয়।









Post Comment