নিজস্ব প্রতিনিধি, আদ্রা :
দেওয়া হয়নি সরকার নির্ধারিত রয়্যালটি। বেআইনি ভাবে পরিবহন করা হচ্ছিল বালি। আর তখনই নম্বর প্লেটবিহীন একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুরুলিয়ার আদ্রা থানার পুলিশ। চালকসহ মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে।। পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম কার্তিক বাউরি ও রূপা বাউরি। তাদের বাড়ি যথাক্রমে আদ্রা থানার রগুড়ি ও খোরাই গ্রামে। মঙ্গলবার রাতে কাশিপুর দিক থেকে বালি নিয়ে আদ্রার দিকে আসছিল ট্রাক্টরটি। আগেই খবর পেয়ে বালি বোঝাই ওই ট্রাক্টরটিকে আটক করে পুলিশ। এই ঘটনায় ধৃতরা ছাড়াও ওই ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে। ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।









Post Comment