নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
এক নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া জেলার পুঞ্চা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম জগদীশ বাউরী। এই থানারই ডাবর গ্রামে তার বাড়ি। নাবালিকার বাবার অভিযোগ গত বৃহস্পতিবার তার মেয়ে পুকুরে গিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি সে। শুরু হয় খোঁজ। শনিবার থানার দ্বারস্থ হয়ে তাঁর অভিযোগ, মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে পালিয়েছে কেউ। বুধবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার উদ্ধার হওয়া নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয়। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয় সে। নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার ধৃত যুবককে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।










Post Comment