নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
একদিনে পৃথক পৃথক এলাকা থেকে ৫ টি সাপ উদ্ধার করল মানবাজার ১ বনাঞ্চলের বন কর্মীরা। উদ্ধার হওয়া ৫ টির মধ্যে ৪ টি অজগর এবং একটি গোখরো। বন দফতর জানিয়েছে, শুক্রবার রাতে প্রথমে পায়রাচালি গ্রাম সংলগ্ন কংসাবতী নদী থেকে জালে জড়ানো অবস্থায় একটি ময়াল সাপ উদ্ধার হয়। অন্যদিকে শনিবার সকালে বনকাটি এবং পলাশবনি গ্রাম থেকে জালে জড়ানো অবস্থায় আরও দুটি রক পাইথন উদ্ধার করেন বন কর্মীরা। এছাড়া এদিন দুপুরে ফের ডাহা গ্রাম থেকে একটি অজগর এবং গোবিন্দপুর গ্রাম থেকে একটি গোখরো সাপ উদ্ধার হয়। বন দফতর জানিয়েছে, সাপগুলিকে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।মানবাজারে একদিনে ৫ টি সাপ উদ্ধারনিজস্ব প্রতিনিধি, মানবাজার: একদিনে পৃথক পৃথক এলাকা থেকে ৫ টি সাপ উদ্ধার করল মানবাজার ১ বনাঞ্চলের বন কর্মীরা। উদ্ধার হওয়া ৫ টির মধ্যে ৪ টি অজগর এবং একটি গোখরো। বন দফতর জানিয়েছে, শুক্রবার রাতে প্রথমে পায়রাচালি গ্রাম সংলগ্ন কংসাবতী নদী থেকে জালে জড়ানো অবস্থায় একটি ময়াল সাপ উদ্ধার হয়। অন্যদিকে শনিবার সকালে বনকাটি এবং পলাশবনি গ্রাম থেকে জালে জড়ানো অবস্থায় আরও দুটি রক পাইথন উদ্ধার করেন বন কর্মীরা। এছাড়া এদিন দুপুরে ফের ডাহা গ্রাম থেকে একটি অজগর এবং গোবিন্দপুর গ্রাম থেকে একটি গোখরো সাপ উদ্ধার হয়। বন দফতর জানিয়েছে, সাপগুলিকে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।প্রতিনিধি, মানবাজার: একদিনে পৃথক পৃথক এলাকা থেকে ৫ টি সাপ উদ্ধার করল মানবাজার ১ বনাঞ্চলের বন কর্মীরা। উদ্ধার হওয়া ৫ টির মধ্যে ৪ টি অজগর এবং একটি গোখরো। বন দফতর জানিয়েছে, শুক্রবার রাতে প্রথমে পায়রাচালি গ্রাম সংলগ্ন কংসাবতী নদী থেকে জালে জড়ানো অবস্থায় একটি ময়াল সাপ উদ্ধার হয়। অন্যদিকে শনিবার সকালে বনকাটি এবং পলাশবনি গ্রাম থেকে জালে জড়ানো অবস্থায় আরও দুটি রক পাইথন উদ্ধার করেন বন কর্মীরা। এছাড়া এদিন দুপুরে ফের ডাহা গ্রাম থেকে একটি অজগর এবং গোবিন্দপুর গ্রাম থেকে একটি গোখরো সাপ উদ্ধার হয়। বন দফতর জানিয়েছে, সাপগুলিকে উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।











Post Comment