নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া
রাজ্যের নির্দেশ মেনে পুজোর অনুমতিতে ১০০ শতাংশ অনলাইন করতে পোর্টাল চালু করল পুরুলিয়া জেলা প্রশাসন। ওই পোর্টালে আবেদনের শেষ তারিখ ২৯ শে সেপ্টেম্বর। সম্প্রতি পুরুলিয়া সার্কিট হাউসে https://www.puruliapujapermission.in/ – মাউস ক্লিক করে এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। ওই অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, ” আমাদের জেলায় গত বছরই অনলাইনে পুজোর অনুমতি হয়েছে। তবে ৯৯%। একটি পুজোর অনুমতিতে জমি সংক্রান্ত সমস্যা থাকায় তা হয়নি। এবার আমরা ঠিক করেছিলাম অনলাইনে ১০০ শতাংশ অনুমতি নেওয়া হবে। আমরা তা করতে পেরেছি। তাছাড়া রাজ্যেরও নির্দেশ রয়েছে। ওই নির্দেশ মেনে আমরা দুর্গাপুজা পোর্টাল চালু করলাম। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।” এই পোর্টালে সবার প্রথমে সাধারণ তথ্য, তারপরে দমকল, বিদ্যুৎ, পুলিশ অনুমতির অপশন আছে। গত বছর পুজোর অনুদান পেয়েছে এমন পুজোর সংখ্যা ছিলো ৭৫৪ টি। পুরুলিয়া জেলা পুলিশ ইতিমধ্যেই পুজো কমিটি গুলিকে অনুদান দেওয়া শুরু করেছে।











Post Comment