insta logo
Loading ...
×

লক্ষ্য স্বনির্ভরতা,কৃষক প্রশিক্ষণ শিবির মানবাজারে

লক্ষ্য স্বনির্ভরতা,কৃষক প্রশিক্ষণ শিবির মানবাজারে

অমরেশ দত্ত, মানবাজার:

লক্ষ্য স্বনির্ভরতা। আর সেই লক্ষ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যনপালন দপ্তরের উদ্যোগে এবং জেলা উদ্যানপালন দপ্তর ও মানবাজার ১নং ব্লকের ব্যবস্থাপনায় বুধবার আয়োজিত হল এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির। মানবাজার কৃষি দপ্তরের সভাগৃহে অনুষ্ঠিত এই শিবিরের মূল আলোচ্য ছিল সবজি চাষ। শিবিরে উপস্থিত ছিলেন উদ্যান পালন দফতরের ডেপুটি ডাইরেক্টর কৃষ্ণেন্দু নন্দন, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, মানবাজার ১ ও পুঞ্চা ব্লক উদ্যনপালন দপ্তরের ফিল্ড কনসালটেন্ট অসীম মিশ্র সহ বিশিষ্টজনেরা।

Post Comment