insta logo
Loading ...

মদ খেয়ে রক্তারক্তি

মদ খেয়ে রক্তারক্তি

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

মদ্যপ অবস্থায় এক মহিলাকে মারধর করার অভিযোগ। অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে হুড়া থানার পুলিশ। ধৃতের নাম চিরঞ্জিত টুডু। তার বাড়ি হুড়া থানার পালগাঁ গ্রামে।
পালগাঁ গ্রামের বাসিন্দা ঠাকুরদাস সিং সর্দার পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে মদ্যপ অবস্থায় চিরঞ্জিত টুডু তাদের বাড়িতে প্রবেশ করে। ওই সময় তার দুই দিদি চিরঞ্জিতকে তার বাড়ি পৌঁছে দিলেও কিছুক্ষণ পর ফের ফিরে এসে তাদের লাঠি দিয়ে মারধর করে। রক্তাপ্লুত হয়ে লুটিয়ে পড়ে দিদি লক্ষী সিং সর্দার। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Post Comment