insta logo
Loading ...
×

স্কুলের বার্ষিক অনুষ্ঠান

স্কুলের বার্ষিক অনুষ্ঠান

অমরেশ দত্ত, মানবাজার:

বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে মানবাজার সারদা পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের প্রতিষ্ঠাতা ডাক্তার দেবেন্দ্রনাথ মাঝির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এদিন অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপস্থিত অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয়, স্মারক ও পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। ছাত্র- ছাত্রীদের আবৃত্তি, নাচ, গানে মনমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হল বার্ষিক অনুষ্ঠান। পাশাপাশি এদিন বিদ্যালয়ে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত অতিথিবৃন্দ।

এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে চলে জমিয়ে খাওয়া দাওয়া। মেনুতে ছিল খিচুড়ি,মাংস, মিষ্টি, চসবজি, চাটনি,পাপড়,আইসক্রিম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের সহায়তায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।ছাত্র,ছাত্রী,অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক,শিক্ষিকা মিলিয়ে প্রায় ৭০০ জন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ড: কবিতা মাঝি, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর চন্ডীদাস মুখোপাধ্যায়, মানবাজার রাধা মাধব হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র, শিক্ষক অমিতাভ মিশ্র, মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ কুমার মুখার্জী সহ বিশিষ্টজনেরা।

Post Comment