নিজস্ব প্রতিনিধি, কেন্দা :
আগুন পোহাতে গিয়ে গায়ে ধরল আগুন। পুড়ে গেলেন যুবতী। রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার কেন্দা থানার জাঙ্গিদিরি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে গ্রামের বাসিন্দা চরণ রাজোয়াড়ের বছর চব্বিশের মেয়ে লক্ষ্মী রাজোয়াড় রান্নাঘরে আগুন পোহাতে গিয়েছিলেন। হঠাৎ করে তার কাপড়ে আগুন লেগে যায়। শরীরের নিম্নাঙ্গ পুড়ে যাওয়ায় গুরুতর জখম হন তিনি। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের ভিজেল পুলিশ অজয় পাণ্ডে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।









Post Comment