insta logo
Loading ...
×

রত্না দি-র অবসর, মনখারাপ স্কুলের

রত্না দি-র অবসর, মনখারাপ স্কুলের

দেবীলাল মাহাত, আড়শা:

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল আড়শা ব্লকের বড়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। দীর্ঘ ১২ বছর ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন এই বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা রত্না সরকার। গত ৩১শে জানুয়ারি ছিল তাঁর শিক্ষকতা জীবনের শেষ দিন। সেই কারনেই অবসরের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের তরফ থেকে আয়োজন করা হয়েছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিতকিশোর মাহাত জানান, “রত্না ম্যাডাম ছিলেন বিদ্যালয়ের দায়িত্ববান শিক্ষিকা। তিনি ২০১৩ সালে বিদ্যালয়ে যোগদান করেন। তাঁকে সম্মান জানাতে তাঁর হাতে উপহার ও মানপত্র তুলে দেওয়া হয়েছে।” বিদ্যালয়ের আরেক শিক্ষক দেবাশীষ দেশমুখ জানান, তিনি ছিলেন দিদির মতো। তাঁকে সম্মান জানাতে পেরে ভালো লাগছে। বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অঞ্জনা মাহাতো, নবম শ্রেণীর ছাত্রী রুম্পা মাহাতো জানান, ” ম্যাডাম ইংরেজি বিষয়টা টা সহজ সরল ভাবে আমাদেরকে পড়াতেন। ম্যাডামের জন্যই ইংরেজি বিষয়টা আর ভয় লাগে না।
তাঁর অবসরে আমাদের মন খারাপ।”

Post Comment