insta logo
Loading ...
×

শুকনো হাওয়ায় ছড়াচ্ছে আগুন

শুকনো হাওয়ায় ছড়াচ্ছে আগুন

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া :

শেষ শীতের শুকনো হাওয়ায় ছড়াচ্ছে আগুন। সামান্য স্ফূলিঙ্গই নিচ্ছে অগ্নিকাণ্ডের রূপ। শনিবার তেমনই অগ্নিকাণ্ড জেলার বিভিন্ন অংশের জন জীবনকে ব্যতিব্যস্ত করে তুলল। কাশিপুর থানার রঙ্গিলাডি মোড় সংলগ্ন বনাঞ্চলে ছড়ায় আগুন।
পুরুলিয়া মফস্বল থানার দামদা গ্রামের কবরস্থানেও কোন অজ্ঞাত কারণে আগুন লেগে গিয়েছিল। দমকল ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আসে।

বোরো থানার হাতিরামগোড়া শবর টোলাতেও এদিন আগুন লেগে যায়। স্থানীয় নারায়ণ শবরের খড়ের গাদায় হঠাৎই আগুন লেগে গিয়েছিল শনিবার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের ও দমকলের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হয়।

Post Comment