নিজস্ব প্রতিনিধি , আড়শা :
নদী থেকে বেআইনি বালি উত্তোলনের অভিযোগে বাজেয়াপ্ত একটি ট্রাক্টর। এই ঘটনায় ট্রাক্টর চালক ও সহযোগীকে গ্রেফতার করেছে পুরুলিয়ার আড়শা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা আড়শা গ্রামের বাসিন্দা। তাদের নাম কালি শঙ্কর কুমার ও হরি মাহাত। বুধবার আড়শা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় বান্দু নদীর গুন্ধিগোড়া ঘাটে একটি ট্রাক্টর বেআইনি ভাবে বালি উত্তোলন করছে। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারপরেই ধৃত ওই দুজনকে পাকড়াও করে পুলিশ। এই ঘটনায় ধৃতদের ছাড়াও বাজেয়াপ্ত ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে আড়শা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।









Post Comment