নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
তাঁর ‘দোষ’? করেছিলেন ইভটিজিংয়ের প্রতিবাদ। আর তার ফল ভুগতে হল হাতেনাতে। সরস্বতী পুজোর মণ্ডপে সেই যুবককে মাটিতে ফেলে বেদম পেটালো একদল ইভ টিজার। ঘটনা মঙ্গলবার রাতে পুরুলিয়া জেলার কাশিপুরে রাজবাড়ি মোড়ের কাছে পোস্ট অফিসের অদূরে একটি ক্লাবের পুজোমণ্ডপে। বেধড়ক পিটুনির জেরে চোট লাগে প্রতিবাদী ওই যুবকের মাথায়, বুকের পাঁজরে ও চোখের নিচে। থুতনি ফেটে যায়। প্রচণ্ড মারে শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন ওই যুবক। ওই প্রতিবাদী যুবকের নাম সমর কর। ৪২ বছরের ওই যুবক ওই ক্লাবের সদস্য-র পাশাপাশি তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাড়ি কাশিপুর রাজবাড়ি মোড় এলাকায়।বুধবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সিটি স্ক্যান ও এক্সরে করতে হবে যুবকের। প্রতিবাদে ক্লাবের সদস্যরা ও এলাকার মানুষজন পথে নেমে বুধবার রাতে কাশিপুর থানায় হাজির হন। লিখিত অভিযোগ জানান তাঁরা। এদিন রাতের দিকে অভিযোগ করেন ওই প্রতিবাদী যুবকও।
ক্লাবের প্রতিবাদী যুবক সমর বলেন, “সন্ধ্যার পরে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সেই সময় বেশ কিছু তরুণী ও কিশোরীর দিকে দুটি ছেলে ফুল ছুঁড়ে মারতে থাকে। আমি তারই প্রতিবাদ করেছিলাম। তখন ঝামেলার পর তারা বলে যায় যে পরে আমাকে দেখে নেবে। এরপর রাতে একদল দুষ্কৃতী এসে আমাকে মাটিতে ফেলে মারধর করতে থাকে। যে দুজন ফুল ছুঁড়ে মারছিল তাদেরকে আমি চিনতে পারব। তবে একদল দুষ্কৃতী কারা আমি বুঝতে পারছি না।”
ঘটনায় কাশিপুরের মানুষজন দোষীদের যথার্থ শাস্তির দাবি জানিয়েছেন। কাশিপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মোট ৬ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” ওই ঘটনায় বুধবার রাতে একজন গ্রেফতার হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।” পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম মনোরঞ্জন ওরফে বাম রায়। বাড়ি বাথানটাড় এলাকায়।
বৃহস্পতিবার তাকে রঘুনাথপুর আদালতে তোলা হবে।










Post Comment