insta logo
Loading ...
×

তাঁরাও খেলা করে, মানসিক আরোগ্য নিকেতনে

তাঁরাও খেলা করে, মানসিক আরোগ্য নিকেতনে

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

সমাজ অনেক সময় তাঁদের বিদ্রুপ করে ‘পাগল’ বলে। আদতে তাঁরা মানসিক ভাবে অসুস্থ। তাঁদের সুস্থতার ঠিকানা পুরুলিয়ার একমাত্র মানসিক হাসপাতাল হল পুরুলিয়া আট নম্বর ওয়ার্ডে অবস্থিত পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতন। এখানে বিভিন্ন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এবং মহিলাদের সুস্থ করে তুলতে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। এরই মধ্যে বুধবার তাঁদের মানসিকভাবে সুস্থ সবল করতে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে একটি বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় হাসপাতাল ময়দানে।

হাসপাতাল সুপার ডা. নীহার রঞ্জন সরকার বলেন, ” আমাদের পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতনে মহিলা পুরুষ মিলিয়ে মানসিকভাবে অক্ষমদের মোট সংখ্যা হল ২৪২ জন। মানসিকভাবে তাঁদের সুস্থ করার জন্য প্রায়ই বাগান তৈরি, যোগাসন, পুজোপাঠ, খেলাধুলো সহ বিভিন্ন রকমের কর্মশালার আয়োজন করা হয়। এরই মধ্যে তাঁদের মধ্যে যারা একটুখানি মানসিকভাবে সুস্থ তাদের সম্পূর্ণভাবে রোগমুক্ত করার লক্ষ্যে বুধবার বাস্কেটবল, বিস্কুট দৌড়, পাসিং দা বল সহ বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মানসিকভাবে এবং দৈহিক ভাবে তাঁদের সুস্থ করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাঁদের উৎসাহ বাড়ানোর জন্য তাঁদের বিশেষ ভাবে পুরস্কৃতও করা হয়।”

Post Comment