insta logo
Loading ...
×

ট্রাকের ধাক্কায় জখম পুলিশ অফিসার

ট্রাকের ধাক্কায় জখম পুলিশ অফিসার

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পুলিশ অফিসার। শনিবার দুপুরে পুরুলিয়ার – জামশেদপুর ৩২ জাতীয় সড়কের আড়শা থানার ধানাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। এদিন দুপুরে ট্রাফিক পোস্টে পরিদর্শন করতে গিয়েছিলেন কাঁটাডি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিখিল প্রতাপ সিং। সেই সময় একটি ট্রাক দ্রুত গতিতে এসে বেপরোয়া ভাবে ওই পুলিশ অফিসারকে ধাক্কা মারে। তিনি ছিটকে মাটিতে পড়ে যান। তাঁকে দ্রুত উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এদিকে পুলিশ অফিসারকে ধাক্কা মারার পর ট্রাকটি থামিয়ে চালক পালিয়ে যায়। সেই ট্রাকটিকে আটক করা হয়েছে। চালকের সন্ধান চালাচ্ছে আড়শা থানার পুলিশ।

Post Comment