insta logo
Loading ...
×

দুর্ঘটনায় আইপিএস! নিরাপত্তার পাঠে এ কী বার্তা!

দুর্ঘটনায় আইপিএস! নিরাপত্তার পাঠে এ কী বার্তা!

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

আইপিএস হিসেবে প্রথম পোস্টিং। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন আইপিএস হর্ষবর্ধন। আর তখনই পথ দুর্ঘটনায় মৃত্যুর করাল ছায়া নেমে এলো তাঁর জীবনে।
পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে পুরুলিয়ার সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক দিবসীয় ‘পথ নিরাপত্তা সচেতনতা অনুষ্ঠানে’ বক্তব্য রাখতে এসে নিজের অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন আইপিএস (প্রবেশনার) সিদ্ধার্থ ডাঙ্গী। পুরুলিয়া জেলায় ডিস্ট্রিক্ট প্র‍্যাকটিকাল ট্রেনিং করতে আসা প্রবেশনার আইপিএস সিদ্ধার্থ ডাঙ্গি তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন তার প্রিয় বন্ধু হর্ষবর্ধনের পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতির কথা। তিনি বলেন, “পথ দুর্ঘটনা মানুষ চেনে না। রাজার ছেলে হোক বা মন্ত্রীর ছেলে বা আমাদের মতো আইপিএস। পথ দুর্ঘটনায় আমি আমার প্রিয় বন্ধু হর্ষবর্ধনকে হারিয়েছি। তিনি তার প্রথম পোস্টিংয়ের জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর মৃত্যু হয়। আমাদের আইপিএসদের মধ্যে সবথেকে কম বয়সী ছিলেন তিনি। খুবই ভালো ভাবে প্রশিক্ষণ করার পর প্রথম পোস্টিংয়ের জন্য যাচ্ছিলেন। গাড়ির গতিবেগ ছিল বেশি। সিট বেল্ট না বাঁধার কারণে যাওয়ার মাঝপথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে আমরা বিশ্বাস করে উঠতে পারিনি যে তাঁর মৃত্যু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রায় দেড়শর বেশি ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। পুরুলিয়া পরিবহন দপ্তর, পুলিশ আধিকারিক এবং সাধারণ প্রশাসনের আধিকারিকেরা বক্তব্যের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের কাছে পথ নিরাপত্তার কথা তুলে ধরেন। ছাত্র-ছাত্রীদের কাছে ডিজিটাল মাধ্যমে তুলে ধরা হয় নিরাপত্তা অবলম্বনের বিষয়গুলির প্রয়োজনীয়তা।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়, আঞ্চলিক পরিবহন আধিকারিক অর্ণব চিন্না, অরিন্দম চক্রবর্তী (ডিএসপি ট্রাফিক), আই পি এস প্রবেশনার সিদ্ধার্থ ডাঙ্গী সহ অন্যান্য আধিকারিকেরা।

রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায় বলেন, পথ নিরাপত্তা কীভাবে অবলম্বন করা যায় তার বিশদ আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। প্রশাসনিক আধিকারিকেরা সাবধানতা অবলম্বনের পাঠ দান করেন। ‌ ছাত্র-ছাত্রীরা ভীষণভাবে এই অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করেছে। ‌
আঞ্চলিক পরিবহন আধিকারিক অর্ণব চিন্না বলেন, প্রতিনিয়ত গাড়ির সংখ্যা বাড়ছে, একইভাবে বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। ‌ তাই পথ দুর্ঘটনা এড়াতে এই কর্মসূচি। ‌ সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে এই কর্মসূচি পালন করেছে।

Post Comment