অমরেশ দত্ত, পুঞ্চা :
ফাঁকা জমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য ছড়াল পুঞ্চা থানা এলাকায়। শনিবার সকালে বারোমেস্যা-রামনগর অঞ্চল লাগোয়া পুঞ্চা থেকে কুরকুট্টা গ্রাম যাওয়ার রাস্তার মাঝে একটি ফাঁকা জমিতে যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে দেহটি পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় যুবকের নাম বাজার মান্ডি(২৮)৷ তার বাড়ি পুঞ্চা থানার সর্দারডি গ্রামে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে পুঞ্চা থানায়। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post Comment