অমরেশ দত্ত, মানবাজার:
স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। মানবাজার ১নং ব্লকের জিতুজুড়ি দেবাশীষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যেগে ও পুরুলিয়া রেডক্রস সোসাইটির সহযোগিতায় শনিবার অনুষ্ঠিত হল শিবিরটি। মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু, বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও, কৃষ্ণচন্দ্র মাহাতো, শোভন কুন্ডু, সুশান্ত দত্ত সহ রেডক্রস সোসাইটির অন্যান্য সদস্য ও স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু মেমোরিয়াল ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ।
Post Comment