বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
হাতের কাছে পাওয়া গেছে মন্ত্রীকে। রাজ্যের রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির হাতে নিজেদের একগুচ্ছ দাবি তুলে দিলেন ওয়েষ্টবেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন পুরুলিয়া জেলা শাখার সদস্যরা। রেশন সামগ্রী বিতরণ করার ক্ষেত্রে মজুরি বৃদ্ধি, দুয়ারে রেশন বিতরণের টাকা দ্রুত প্রদান সহ একগুচ্ছ দাবি তোলা হয় তাঁদের পক্ষ থেকে। সংগঠনের ষোড়শ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো পুরুলিয়া রবীন্দ্র ভবনে। বৃহস্পতিবার শহরের একটি লজে তাদের সাংগঠনিক আলোচনা হয়। শুক্রবার প্রকাশ্য সমাবেশে রাজ্যের খাদ্য রাষ্ট্র মন্ত্রীর কাছে সাংগঠনিক ভাবে এক গুচ্ছ দাবি পেশ করা হয়।
শুক্রবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, সংগঠনের রাজ্য সম্পাদক হাজি হাসান উল্লা লস্কর, সংগঠনের পুরুলিয়া জেলা সম্পাদক প্রভাশিষ লাল সিং দেও সহ জেলার বিভিন্ন এলাকার রেশন ডিলাররা।
Post Comment