বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া:
ছৌ মুখোশ পরে দেবী সরস্বতী। না ছৌ নাচের আখড়ায় নয়, এই নব রূপে তিনি আসছেন পুরুলিয়া শহরের পুরুলিয়া মিউনিসিপ্যাল ম্যানেজড হাইস্কুলে পুজো নিতে। এই বিদ্যালয়ের সরস্বতী পুজোর থিম এবার মুখোশ গ্রাম চড়িদা। পুরুলিয়াকে আন্তর্জাতিক মানচিত্রে পরিচিতি এনে দেওয়া ছৌ নব্য প্রজন্মের সামনে তুলে ধরতে এই ভাবনা। রীতিমত প্রচারও চালাচ্ছে স্কুল। স্কুলের প্রতিমার মুখ একেবারে ছৌ মুখোশের আদলে। সাজসজ্জাও ছৌ নৃত্য শিল্পীর মত। প্রতিমা তৈরি হচ্ছে পুরুলিয়া শহরের মধ্য বাজারে একটি মুখোশের দোকানে। বিদ্যালয়ের সরস্বতী পুজো কমিটির সম্পাদক পান্না কর্মকার বলেন, “আলোচনার মাধ্যমে এই থিম নির্বাচন করেছি। পুজো স্থল ক্লাসরুমে আমরা মুখোশ গ্রামকে তুলে ধরব।”

প্রতিমা তৈরি করছেন শিল্পী সঞ্জু শীল। তিনি বলেন, ” দুর্গা পুজো, কালি পুজোতে পুরুলিয়াতেও অনেক জায়গায় থিম নির্ভর উৎসব হয়। এখন মনসা ও সরস্বতী পুজোতেও থিম হচ্ছে। তবে কোন স্কুলের সরস্বতী পুজোয় থিম অভিনব। এই থিমের মধ্য দিয়েই এই লোকনৃত্যের আরও প্রচার- প্রসার ঘটবে। বর্তমান প্রজন্ম সামাজিক মাধ্যমে এতটাই ব্যস্ত যে আমাদের ঐতিহ্য, আমাদের শিল্পকলাকে ভুলতে বসেছে। ওই শিক্ষা প্রতিষ্ঠান বাগদেবীর আরাধনায় যেভাবে ছৌ লোকনৃত্যকে সামনে আনছে তাতে ওই শিল্পকলাকে জানতে ছাত্র-ছাত্রীদের উৎসাহ বাড়বে।”
এই প্রতিমা বানাতে তিনি মজুরি নিচ্ছেন ১৫০০০ টাকা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী সুশীল শীল করছেন মুখোশ গ্রামের অঙ্গ সজ্জা।
টানা ১২ দিন ধরে এই প্রতিমা তৈরির কাজ চলছে। এখন প্রতিমায় ফিনিশিং টাচ দিচ্ছেন শিল্পী।
Post Comment