নিজস্ব প্রতিনিধি, কেন্দা :
গলায় ফাঁস দিয়ে মৃত্যু হলো এক তরুণের। মৃতের নাম দীনেশ মাহাত (১৯)। তার বাড়ি কেন্দা থানার ভরতডি গ্রামে। শুক্রবার সকালে নিজের ঘরের মধ্যে সিলিং থেকে ঝুলতে দেখা যায় তার দেহ। কেন্দা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।









Post Comment