নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক প্রৌঢ়র মৃতদেহ। চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বান্দোয়ানে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের বয়স আনুমানিক ৫৫ বছর। বৃহস্পতিবার সকালে বান্দোয়ান থানার লিকি গ্রামের কাছে সেতুর নিচে টটকো নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি দেহটি ছিল বিবস্ত্র। পুলিশ সেতুর তলায় এক জায়গায় তার পোশাক খুঁজে পেয়েছে। মৃতের পরিচয় জানতে এই রাজ্যের বিভিন্ন থানার পাশাপশি প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে তারা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post Comment