insta logo
Loading ...
×

উন্নয়ন দেখতে এসে বিস্ফোরক মন্ত্রী

উন্নয়ন দেখতে এসে বিস্ফোরক মন্ত্রী

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

কেমন হচ্ছে পুরুলিয়া জেলার উন্নয়ন? তা খতিয়ে দেখতে বিশেষ সভায় উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। পশ্চিমবঙ্গ সরকার পুরুলিয়া জেলার জন্য উন্নয়নের যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, তার বিশেষ পর্যালোচনা করেন মন্ত্রী। বৃহস্পতিবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে ওই রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন, জেলাশাসক রজত নন্দা সহ অন্যান্যরা।

মন্ত্রীর বক্তব্যে ফুটে ওঠে পশ্চিমবঙ্গকে কেন্দ্রের বঞ্চনার চিরন্তন অভিযোগ। তিনি বলেন, “গ্রামীণ মানুষের উন্নতির জন্য একের পর এক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। যে সব প্রকল্প কেন্দ্র সরকারের চালানোর কথা, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে অনৈতিক ভাবে সেই সব প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র৷ মানুষের কথা ভেবে রাজ্যের সীমিত তহবিল থেকে মুখ্যমন্ত্রী সেসব প্রকল্প চালু রেখেছেন। ” মন্ত্রী তুলে আনেন ১০০ দিনের কাজ ও আবাস যোজনার প্রসঙ্গ। বলেন, ” যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছি আমরা। কেন্দ্র চিঠি দিয়ে জানিয়েছে আর কোন সংশয় নেই। তবু টাকা আসেনি।”

Post Comment