অমরেশ দত্ত, পুঞ্চা:
বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হল লৌলাড়া রাধাচরণ অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শুরুতেই সুশৃঙ্খল মাঠ পরিক্রমায় চমকে দিল শিক্ষার্থীরা। পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক বিবেকানন্দ সিনহা।জমকালো আয়োজনে মনমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হল দিনটি।তিন দিন ধরে চলবে ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয়ের ১৫০০ জন শিক্ষার্থী ৩০টি বিভাগে অংশগ্রহণ করছে। এদিন প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।









Post Comment