নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
অমৃত কুম্ভের সন্ধানে সাইকেলে চললেন বাঁকুড়ার যুবক। ৩রা ফেব্রুয়ারি অমৃত স্নান। সেই লক্ষ্যেই প্রতিদিন ৯৫ থেকে ১০৫ কিমি সাইকেল যাত্রা করছেন। সোমবার রাতে ঝাড়খণ্ডের তোপচাঁচিতে রাত কাটান তিনি। এখনও মহাকুম্ভ মেলায় পৌঁছতে ৫০৫ কিমি বাকি। আর সময় ৭ দিন। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সাইকেল যাত্রা। শনিবার ভোর চারটের সময় তিনি বাড়ি থেকে বার হন। পায়ে সামান্য চটি। আর চটির তলায় প্যাডেল। বাই সাইকেলের প্যাডেল। গায়ে চাপানো জ্যাকেট। সাইকেলের সামনে একটি বোর্ডে পরিবেশ বাঁচানোর বার্তা। সেই সঙ্গে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার। আর সাইকেলের পেছনে পতপত করে উড়ছে জাতীয় পতাকা। সেখানেই ব্যাগপত্র আর স্লিপিং ম্যাট। এভাবেই সাইকেলে চড়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাচ্ছেন বাঁকুড়ার যুবক বিপ্লব সিং। গত ১০ মাস আগে থেকে তার সাইকেল ভ্রমণ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২২ টি রাজ্য ঘুরে এসেছেন তিনি। আর এবারের গন্তব্য মহাকুম্ভমেলা।
বিপ্লবের বাড়ি বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকের হলুদকালানির জানলেজা গ্রামে । উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বছর চব্বিশের এই যুবক গত ১০ মাসে সাইকেলে ২৪ হাজার ৩০৭ কিমি ভ্রমণ করেন। এতে অবশ্য প্রয়াগরাজ ভ্রমণের যাত্রাপথের মাপ এখনও যুক্ত হয়নি। ১০ মাস ধরে সামাজিক বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সাইকেলে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সাইকেলে চেপে ঘুরে এসেছেন ভুটান, নেপালের মতো বিদেশ ছাড়াও অরুণাচল প্রদেশ, সিকিম, দার্জিলিং, লাদাখ, তিরুপতি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মুম্বাই, দিল্লি, গোয়া, রামেশ্বরম, জম্মু-কাশ্মীর কন্যাকুমারী। তাঁর এই সাইকেল ভ্রমণের উদ্দেশ্য একটাই। গাছ না কেটে বৃক্ষ রোপণের বার্তা। পরিবেশের ভারসাম্য বজায় রাখার আহ্বান। তিনি একজন ইউটিউবারও। সামাজিক বার্তা দিতেই সমাজ মাধ্যমকে ব্যবহার করেন তিনি।
শনিবার ভোরবেলা বাড়ি থেকে রওনা দিয়েছিলেন বিপ্লব। প্রথমেই কেন্দা থানায় আশ্রয় নেন তিনি। পুরুলিয়া জেলা পুলিশ তার এই সাইকেল ভ্রমণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। যাত্রাপথে রাস্তার দুপাশে থাকা মানুষজন তার সাইকেল দাঁড় করিয়ে জানাচ্ছেন কুর্নিশ। জানাচ্ছেন শুভেচ্ছা।
Post Comment