নিজস্ব প্রতিনিধি , সাঁতুড়ি :
শ্বশুরবাড়ি থেকে আর বাড়ি ফেরা হলো না জামাইয়ের। সেখানে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো তার। সোমবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়ার সাঁতুড়ি থানার খরবড় গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বুদ্ধেশ্বর সরেন (৪৫)। বাড়ি বাঁকুড়া জেলার ছাতনা থানার ঝিকুড়ি গ্রামে। শ্বশুর বাড়িতে গ্রামের একটি অনুষ্ঠান দেখতে স্ত্রীকে নিয়ে এসেছিলেন ওই যুবক। রবিবার রাতে অনুষ্ঠান দেখে আর তিনি বাড়ি ফেরেননি। পরেরদিন সকালে গ্রামের অদূরে একটি মাঠের আলের মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এই খবর পাওয়ার পরই সাঁতুড়ি থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাড়মাড্ডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সাঁতুড়ি থানার পুলিশ।
Post Comment