নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বেআইনি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করার ঘটনায় চালককে গ্রেফতার করলো পুলিশ। ধৃত ট্রাক্টর চালকের নাম সঞ্জয় বাউরি। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার গোলকুন্ডা গ্রামে। সোমবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।
গত রবিবার বিকালে বেআইনি ভাবে ওই বালি বোঝাই ট্রাক্টরটি পুরুলিয়া মফস্বলের গোলকুন্ডা মোড় থেকে মামুরজোড়ের দিকে যাচ্ছিলো। সেইসময় পুলিশ সেখানে পৌঁছে ওই ট্রাক্টরটিকে আটক করে। ওই ট্রাক্টরটিতে ৯০ সিএফটি বালি ছিলো। ওই বালির কোন কাগজপত্র না থাকায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ওই ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করে চালক ও মালিকের বিরুদ্ধে স্বত:প্রনোদিত মামলা রুজু করে।
Post Comment