নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
নাবালিকাকে ফুসলিয়ে অপহরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার রঘুনাথপুর পুর শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বছর ১৬-র ওই কিশোরী। সেদিন থেকে বিভিন্ন জায়গায় ওই কিশোরীর খোঁজ করেও কোনো হদিশ পাওয়া যায়নি তার। সম্প্রতি ওই কিশোরীর পরিবার জানতে পারে, রঘুনাথপুর পুর শহরের এক যুবক ওই নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গিয়ে কোথাও আটকে রেখেছে। তারপরই তারা খবর দেয় পুলিশে। রবিবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রঘুনাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি অপহরণের মামলা রুজু করা করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
Post Comment