বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
বেআইনি ভাবে বালি উত্তোলনের সময় দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। নদী থেকে বালি উত্তোলন করে পাচারের সময় দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। এই ঘটনায় বাজেয়াপ্ত ট্রাক্টরের চালক ও মালিকদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কংসাবতী নদীর কাঁটাবেড়া ঘাট থেকে বেআইনি ভাবে বালি উত্তোলন করে ডিমডিহা গ্রামের দিকে যাচ্ছিল দুটি ট্রাক্টর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুরুলিয়া মফস্বল থানার পুলিশের একটি দল ডিমডিহা গ্রামে পৌঁছায়। তবে পুলিশকে দেখে রাস্তার মধ্যে বালি বোঝাই ট্রাক্টর দুটি রেখে সেখান থেকে চম্পট দেয় ট্রাক্টর চালকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment