নিজস্ব প্রতিনিধি , হুড়া : বিষক্রিয়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল পুরুলিয়ার হুড়া থানার হিড় গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নির্মল টুডু (৩২)। বাড়ি পুরুলিয়ার হুড়া থানার হিড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই যুবকের মুখ থেকে ফেনা বের হতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment