নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ। অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার বলরামপুরে। শুক্রবার বলরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর তারপরেই পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম যোগেন রুবিদাস। বাড়ি বলরামপুরের রেজিস্ট্রি পাড়ায়।
রুমা রুহিদাসের অভিযোগ বৃহস্পতিবার তার স্বামী রাজু রুহিদাসকে ডেকে নিয়ে গিয়ে পেটায় অভিযুক্ত। তিনি জখম অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ওই মহিলার দাবি ঘটনার সূত্রপাত গত ৮ জানুয়ারি রাতে। সেদিন নাকি নাবালক দুই সন্তানের জননীকে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত যোগেন রুহিদাস অসৎ উদ্দেশ্য নিয়ে চড়াও হয়।তারা ওই দিন মহিলাকে উদ্ধার করেছিলেন বলে তারাই টার্গেট হন। সেদিনের শ্লীলতাহানির অভিযোগে যোগেন গ্রেফতারও হয়। দিনকয়েক পরে সে জেলা থেকে ছাড়া পায়। রুমা রুহিদাসের অভিযোগ, সেদিনের মামলায় তারা সাক্ষী ছিলেন সেই কারণেই তার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছিল যোগেন সহ কয়েকজন।







Post Comment