বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
আবাস যোজনার বকেয়া টাকা মিলছে না। এমন অভিযোগ নিয়ে বাউরি সমাজের বিক্ষোভে উত্তাল পুরুলিয়া পৌরসভা চত্বর। মঙ্গলবার বিক্ষোভে সামিল পুরুলিয়া জেলা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি। এদিন সংগঠনের পক্ষে পুরুলিয়া দশের বাঁধ মোড় এলাকা থেকে জাতীয় পতাকা, ব্যানার হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন।মহিলাদের হাতে ছিল ঝাঁটা। পৌরসভায় কয়েক ঘন্টা বিক্ষোভ দেখান তারা। জানা গিয়েছে সোমবার ১৩০ জনকে আবাস যোজনার জন্য টাকা দেওয়া কথা হয়েছে। এখনও অনেকেই বিগত দিনের বকেয়া টাকা পাননি। এছাড়া অনেকেই শুধুমাত্র ত্রিপল ছাউনি দিয়ে দিন গুজরান করছেন। কেউ বা রয়েছেন ভাড়া বাড়িতে।
তপশিলি জাতি বাউরি সমাজের নেতা দয়াময় বাউরি বলেন, “পুরুলিয়ার সাধারণ মানুষেরা ছেঁড়া তিরপল নিয়ে দিন কাটাচ্ছে। পশুর মত জীবন যাপন করছে তারা। দু দুটো বর্ষা এবং শীতকাল পেরিয়েছে, আবার এসেছে শীত। এই ঠান্ডার মধ্যেও ভাঙ্গা বাড়ির মাথায় ত্রিপল দিয়ে বসবাস করছেন তারা। এমনও কিছু পরিবার রয়েছে যারা ভাড়াবাড়িতে রয়েছেন। অনেকের বাড়ি ভাড়া দেওয়ারও সামর্থ্য নেই। আমরা গত বিক্ষোভ সমাবেশের সময় বলেছিলাম যদি একুশে জানুয়ারি পর্যন্ত টাকা না ছাড়া হয় তাহলে পুনরায় আন্দোলনে নামবো। তাই আজ আবার পৌরসভা ঘেরাও কর্মসূচিতে এসেছি। আর আজ পৌরসভার প্রতিশ্রুতি মতো যদি কাজ না হয় তাহলে আগামী দিনে আবারো আন্দোলনে নামবো। শুধু তাই নয় এই পৌরসভার গেটে তালা ঝুলিয়ে যাব।”
আন্দোলনে সামিল লোকজন বলছেন, বছর ঘুরেছে, প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু ঘরের টাকা মেলেনি। কিছু টাকা ছমাস পূর্বে পাওয়া গেছে, বাকি টাকা এখনো আসেনি। বাড়ি অসম্পূর্ণই রয়ে গিয়েছে।
পৌর প্রধান নবেন্দু মাহালী বলেন, “আজকের এই আন্দোলন তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির আন্দোলন। এর পূর্বে বাউরী সমাজের আন্দোলন হয়েছিল। কিন্তু তা ভিন্ন ছিল। কারণ বাউরী সমাজ একটি কোন সংগঠনের নেই, তাদের একাধিক সংগঠন রয়েছে। এর আগে একটা ডেপুটেশন দিয়ে গিয়েছিল।
কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আবাস যোজনা নিয়ে যে জট ছিল তা মিটে গিয়েছে। ধীরে ধীরে টাকা আসা শুরু হয়েছে। প্রথম ফাইল আমরা ছেড়ে দিয়েছি। দ্বিতীয় দফার টাকা আসবে। আমাদের মোট বাজেট ৮ কোটি টাকা। তার মধ্যে এক কোটি টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আরো ৭ কোটি টাকা দফায় দফায় ছাড়া হবে। এই অর্থ বর্ষের মধ্যে সব টাকা ছাড়তে হবে। এই আর্থিক বছরের পর আবাস যোজনা ২ শুরু হবে।”
এছাড়াও তিনি বলেন, “সমাজ শুধু ডেপুটেশন দেওয়ার দায়িত্ব নিলে হবে না। তাদের দায়িত্ব নিতে হবে যাতে সমাজের মানুষেরা টাকা পাওয়ার পর সুষ্ঠুভাবে বাড়ি বানাতে পারে। বাউরি সমাজের জন্য মোট ৮৫৪ জনকে আবাস যোজনা দেওয়া হয়েছে। এই দফায় বাউরি সমাজের বোর্ড থেকে ৪৬০ জনকে আবাস যোজনা দেওয়া হয়েছে ।”
Post Comment