নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা পাহাড়(বাঘমুন্ডি):
শুরু হয়ে গেল জঙ্গলমহল উৎসব ২০২৫। এবছর উৎসব দশম বছরে পা দিল। পর্যটক ঠাসা অযোধ্যা পাহাড়ে জঙ্গলমহল উৎসবের সূচনা হল সোমবার বিকেলে। অযোধ্যা হিলটপ ময়দানে এদিন প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের আইন, বিচার ও শ্রম দফতরের মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সুদীপ পাল, ঝালদার মহকুমা শাসক রাখী বিশ্বাস সহ পুলিশ ও প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা। পুরুলিয়া জেলা প্রশাসনের বিভিন্ন দফতর মেলা প্রাঙ্গণে তাদের স্টলকে করে তুলেছিল সুসজ্জিত। স্টলে গুরুত্ব দেওয়া হয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা সহ নানান সচেতনামূলক বার্তার প্রচার। শীতের পর্যটন মরশুমে পর্যটকদের ভিড় উপচে পড়ছে অযোধ্যা পাহাড়ে। মেলা প্রাঙ্গণ তাঁদের কাছে হয়ে থাকল বাড়তি পাওনা।










Post Comment