insta logo
Loading ...
×

নেশা মুক্ত গ্রাম গড়তে মহিলা সমিতির অভিযান

নেশা মুক্ত গ্রাম গড়তে মহিলা সমিতির অভিযান

অমরেশ দত্ত, কেন্দা:

গড়তে হবে নেশা মুক্ত গ্রাম৷ এই দাবি নিয়ে মিছিল মহিলাদের। পুঞ্চা ব্লকের কেন্দা থানার বিন্দুডি গ্রামকে নেশা মুক্ত গ্রাম গড়তে বিন্দুডি গ্রামের মহিলা সমিতির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা করা হলো কেন্দা থানায়। রবিবার লিখিত অভিযোগ জমা করে থানার সামনে সাংবাদিকের মুখোমুখি হন কর্ণধার মালাবতী মাহাত। সঙ্গে উপস্থিত ছিল মহিলা সমিতির প্রায় ৭০ জন মহিলা। তিনি বলেন, যাতে এলাকায় অবৈধ মদের কারবার বন্ধ করা হয় সেই উদ্দেশ্যে তাঁদের এই আন্দোলন।

Post Comment