insta logo
Loading ...
×

জয়পুরে কল্কির খলনায়ক শেষ লগ্নের সূচনায় শাশ্বত

জয়পুরে কল্কির খলনায়ক শেষ লগ্নের সূচনায় শাশ্বত

সুজয় দত্ত, জয়পুর :

জয়পুরে এলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। একটি বৃদ্ধাশ্রমের সূচনা ঘোষণা অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন প্রখ্যাত অভিনেতা তথা চলচ্চিত্র পরিচালক অরিজিৎ দত্ত।
জীবনের শেষ লগ্ন অর্থাৎ বৃদ্ধাবস্থা যখন উপস্থিত হয়, যদি কেউ পাশে না থাকে তখন? তখন পাশে থাকবে গড় জয়পুর রাজর্ষি রঘুনন্দন সিং ছৌ ও ড্রামা অ্যাকাডিমিক সোসাইটি। এই সংস্থার উদ্যোগে পুরুলিয়া জেলা সেবা মন্দির বৃদ্ধাশ্রম স্থাপিত হচ্ছে। সংস্থার কর্ণধার দিব্যজ্যোতি সিংদেও বললেন, বৃদ্ধাশ্রম খোলা হচ্ছে আমাদের সংস্থার উদ্যোগে। বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, নিতান্ত স্বল্প খরচের বিনিময়ে এই পরিষেবা দেওয়া হবে। বাংলা নববর্ষের দিন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে এই বৃদ্ধাশ্রম। আপাতত ঠিক হয়েছে ২৫ জন বৃদ্ধ ও ২৫ জন বৃদ্ধাকে রাখা হবে এই আশ্রমে।
চলচ্চিত্র অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, এখানে আসার আগে জানতামই না এমন একটা উদ্যোগের সূচনা লগ্নের সাক্ষী থাকব।
উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ, বিশিষ্ট সমাজসেবী রাজাবাবু আনসারি, জয়পুর থানার পুলিশ আধিকারিক কল্যাণ সখা, জয়পুর সমবায় ও কৃষি উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত ম্যানেজার অয়ন মুখোপাধ্যায় প্রমুখ।

Post Comment