দেবীলাল মাহাত, আড়শা:
পৌষ সংক্রান্তির পরের দিন পয়লা মাঘ ‘আখান চোট ‘ দিয়ে ‘নতুন কৃষিবর্ষের’ সূচনা হল জঙ্গলমহল জুড়ে। আখ্যান যাত্রার মধ্যে গরাম ঠাকুরের পূজো দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন কৃষিজীবী মানুষ। প্রাচীন কাল থেকেই কৃষিজীবী মানুষ এই দিনটিকে শুভ বলে মনে করেন। সকাল হতেই কৃষিজীবি মানুষ স্নান করে গোবর কেটে , জমিতে আড়াই পাক লাঙল কর্ষণ করে কৃষি কাজের প্রতীকি সূচনা করলেন। এদিন পূজা করা হয় গরাম ঠাকুর সহ সমস্ত গ্রামদেবতার। অতীতে এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা। কৃষিজীবি মানুষ বিশ্বাস করতেন, গ্রাম্য দেবতারাই তাদের বিপদে আপদে রক্ষা করে থাকেন। সেই বিশ্বাস থেকে আজকের দিনে গ্রামে গ্রামে গরাম ঠাকুরের থানে পুজা করা হয়। পূজাকে কেন্দ্র করে বসে মেলা। দেওয়া হয় পাঁঠা,মোরগ,শূকর বলি। কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের বাংলার অধ্যাপক ক্ষীরোদ চন্দ্র মাহাত জানান, “কৃষিজীবী মানুষ আজও প্রাচীন ঐতিহ্য মেনে চলেন। পয়লা মাঘ নতুন কৃষি বর্ষের সূচনা। আজকের দিনে কৃষিজীবী মানুষ ‘হড়মিতান’ মানুষের সাথে নতুন ভাবে চুক্তি বদ্ধ হয়। নতুন বছরে যাতে ভালো ভাবে চাষ হয়, সেই জন্য গরাম ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়।”
Post Comment