insta logo
Loading ...
×

বাঘমুণ্ডিতে তৃণমূলের ছক্কা

বাঘমুণ্ডিতে তৃণমূলের ছক্কা

নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :

ফের পর্যুদস্ত বাম রাম জোট৷ ৬-০ ফলে জিতল তৃণমূল। বাঘমুন্ডি ব্লকের বুড়দা -কালিমাটি অঞ্চলের অন্তর্গত কালিমাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৬-০ ফলে জয়লাভ করলো।
বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো বলেন, “এখানেও বাম রাম জোট করে আমাদের আটকানোর চেষ্টা করা হয়েছিল। ফরওয়ার্ড ব্লক আর বিজেপি করেছিল জোট। কিন্তু মানুষ যে আমাদের পাশে,তা জোট করতে গিয়ে ওরা ভুলে যায়। কংগ্রেসও ছিলো লড়াইয়ের আসরে। কিন্তু তৃণমূল সমর্থিত প্রার্থীদের রোখা যায়নি। ৬টি আসনেই বিজয়ী হয়েছি আমরা।”

Post Comment