insta logo
Loading ...
×

বাইক বোলেরো সংঘর্ষ

বাইক বোলেরো সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডি:

বাইক বোলেরোর সংঘর্ষ। জখম বাইক চালক। দুর্ঘটনাটি ঘটে শনিবার সাঁওতালডি থানার পাহাড়িগোড়া মোড়ের কাছে৷ পুলিশ সূত্রে জানা গেছে দড়দা দিক থেকে আসা একটি বাইক দাঁড়িয়ে থাকা একটি বোলেরো পিক আপ ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা মারে৷ দুর্ঘটনায় জখম হয়েছেন বাইক আরোহী শ্যামল শিকদার। বছর বিয়াল্লিশের ওই যুবকের বাড়ি স্থানীয় পাবড়া গ্রামে। আহতকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি গাড়িকে আটক করেছে পুলিশ।

Post Comment