দেবীলাল মাহাত, কেন্দা:
কলেজে বসেই চৌডল তৈরির প্রতিযোগিতা। মকর সংক্রান্তির আগে কলেজের অভিনব উদ্যোগ। হাতের তৈরি কারুকার্যে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে ছাড়েনি কলেজের কোনো বিভাগের ছাত্র ছাত্রী। ছাত্র ছাত্রীদের হাতে তৈরি চৌডলে মকর সংক্রান্তির আগে রঙিন হয়ে উঠল মানভূমের এই কলেজ চত্বর। “শিক্ষার্থী সপ্তাহ” উদযাপন উপলক্ষে আন্তঃবিভাগীয় চৌডল তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সীতারাম মাহাত মেমোরিয়াল কলেজে।
কলেজের ১১টি বিভাগের ছাত্র ছাত্রীরা ক্যাম্পাসে বসে নির্দিষ্ট সময়ে চৌডল তৈরিতে অংশ নিয়েছিল। চৌডল তৈরি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাংলা বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে নৃবিজ্ঞান ও ইংরেজি বিভাগ। বাংলা বিভাগের ছাত্রী প্রমীলা মাহাত, সমাপ্তি কর্মকার জানান, কলেজে এসে চৌডল তৈরি প্রতিযোগিতা অংশ নিতে পারবো ভাবতেই পারিনি। কলেজের অধ্যক্ষ দেবোপম রাহা জানান, সামনেই মানভূমের সবচেয়ে লোক মহোৎসব টুসু। তাই ” শিক্ষার্থী সপ্তাহ”উদযাপন উপলক্ষ্যে কলেজে চৌডল তৈরির প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল।
প্রতিযোগিতায় কলেজের ১১টি বিভাগ অংশগ্রহণ করেছিল। ছাত্র ছাত্রীদের মধ্যে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহী করে তোলার জন্যই এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি নিয়তি মাহাত সহ কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ সকল কর্মীবৃন্দ।
Post Comment